মনভুবন
- Rohit Sinha
- Jun 16
- 1 min read
(A Soulful Bengali Poem on Self-Love, Healing, and Inner Peace)
আমি পাচ্ছি না সদ্য খোঁজে আমায়,
কোথায় যে হারিয়ে গেলাম আমি
Lately, I feel lost within myself—like I've drifted far from who I used to be.
সঙ্গ, একা আমি ই ছিলাম আমার,
Even when surrounded by others, I carried my loneliness silently.
নিঃসঙ্গ করে গেলে, দেখো আমাকে আবার
You left me in solitude — now look at me again.
ছেড়ে গেলে তুমি কিছু বলে যাও নি
You left without a word, no explanation, just silence.
ভুল হলে কেন ক্ষমা করো নি
If I made mistakes, was I not worthy of forgiveness?
তুমি যাকে বলি মনের সব কথা
You're the one I shared all my heart with.
কাকে বলবো এখন আমি আনন্দ বা ব্যথা;
Now, I don’t know who to turn to with my joy or my pain.
আমাকে, তুমি, শুধু একা এ বোঝো,
You are the only one who truly understands me.
ভালো মন্দ আমার গ্রহণ করো,
Accept both my good and my flaws.
আশা ছিলো তুমি থাকবে সদাই
I believed you’d be there… always.
রোজ তোমাকে সদ্য আমি খুঁজে বেড়াই
Now I find myself searching for traces of you in every moment.
ফিরে এসে যাও বন্ধু আমার!
Please, come back… my dear friend !
একা হয়ে গেছি বিশাল ভূমিতে আবার
Once again, I find myself alone in this vast world.
এসে পড়ো তুমি, এই আরজ করি,
Come back to me — that’s all I ask.
তুমি ছাড়া যেনো পুরো না-স্তি আমি
Without you, I feel like I cease to exist.
Comments